২২ বছর কারাভোগ শেষে পেলেন চার্জার ভ্যান

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন লাবু মিয়া (৫১)। গত ৪ জানুয়ারি সাজা শেষে জেল থেকে মুক্তি পান তিনি। এ দীর্ঘ সময় সাজা ভোগের পর উপার্জনের জন্য একটি চার্জার ভ্যান পেয়েছেন লাবু মিয়া। বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে ৫৩ হাজার টাকা দামের চার্জার ভ্যানটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়। কারাগার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ভ্যানের চাবি লেবু মিয়ার হাতে তুলে দেন। এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজসেবা বিভাগের প্রমেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। লেবু মিয়া সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের বাসিন্দা। সরকারের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেবু মিয়া বলেন, 'জীবনের বড় অংশটাই তো শেষ হয়ে গেছে। তিন ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে আমার জীবনটা অনেক কষ্টে গেছে। জীবনের শেষ মুহূর্তে এসে উপার্জনের জন্য যে ব্যবস্থা করে দেওয়া হলো, তা আমার বাকি জীবনকে এগিয়ে নেবে।'