আটঘরিয়ায় বৈদু্যতিক ট্রান্সফরমার চুরি, ব্যাহত হচ্ছে আবাদ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া পলস্নী বিদু্যৎ সমিতির বৈদু্যতিক লাইন থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ৪টি ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাঠজুড়ে বৈদু্যতিক লাইন অরক্ষিত অবস্থায় থাকার কারণে চোর রাতের অন্ধকারে এই দুঃসাহসিক কাজ করে চলেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এসব ট্রান্সফরমার আকার ভেদে ৬০ থেকে ৮০ হাজার টাকা মূল্য। এ কারণে বিশেষ করে গভীর নলকূপের মালিক ও আবাদি জমির মালিকরা একদিকে পানি সেচের সংকটে পড়ছেন অপরদিকে ট্রান্সফরমার কিনতে মোটা অংকের টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। ট্রান্সফরমার চুরির ঘটনায় একাধিক মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো ট্রান্সফরমার উদ্ধার করা হয়নি কিংবা ধরাছোঁয়ার বাইরে থাকছে চোর। ভুক্তভোগীদের ভাষ্য, স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করতে হবে অথবা চুরি রোধে পলস্নী বিদু্যৎ বিভাগকে বিকল্প প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত আটঘরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করে এ অবস্থা নিরাসনের দাবি জানানো হয়।