ঘোড়াঘাটে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান -যাযাদি
দিনাজপুরের ঘোড়াঘাটে আধুনিক প্রযুক্তিতে ধান, আলু ও সরিষা চাষে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ডুগডুগীহাট এসিআই ফার্টিলাইজারের পরিবেশক শফিকুল ইসলামের আয়োজনে ডুগডুগীহাট কলেজ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ এহসানুল হক পলাশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, এসিআই ফার্টিলাইজারের প্রোডাক্ট ম্যানেজার রাসেল মাহমুদ, জোনাল সেলস্‌ ম্যানেজার শরিফুল ইসলাম, সিনিয়র এরিয়া সেলস্‌ ম্যানেজার রাশেদ ইকবাল, মার্কেটিং অফিসার তাজমিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও আদর্শ কৃষক আব্দুল ওহাব মোলস্নাসহ অনেকে। কর্মশালায় বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষক-কৃষানি অংশ নেন।