শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যকে জয় করেছি নৌপরিবহণ প্রতিমন্ত্রী

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অভিনন্দন অনুষ্ঠানে বক্তব্য রাখেখন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী -যাযাদি
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ সোনার বাংলা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যকে জয় করেছি। তার নেতৃত্বে আমরা উন্নয়শীল দেশে পদার্পণ করেছি। তার নেতৃত্বে মধ্যম আয়ের দেশের গ্রাজুয়েশন চলছে। আগামী ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এখানেই শেষ নয়, এই দেশকে আমরা স্মার্ট বাংলাদেশ বানাব। স্মার্ট বাংলাদেশ করতে হলে যে জিনিসটি সব থেকে বড় প্রয়োজন তা হলো উন্নয়ন। সে উন্নয়ন করা হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের ক্যাবিনেটে দ্বিতীয় মেয়াদে স্থান পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অভিনন্দন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফছার আলীর সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলামসহ দলীয় নেতাকর্মী এবং এলাকার সব পর্যায়ের মানুষ ছিলেন। আলোচনা সভার পূর্বে বোচাগঞ্জের সর্বস্তরের মানুষ প্রতিমন্ত্রীকে ফুলেল অভিনন্দন জানান। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি, 'উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মস্থান'। আওয়ামী লীগের ইশতেহারকে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের ইশতেহারে পরিণত করেছে। এই ইশতেহার এখন আর আওয়ামী লীগের নয়, এই ইশতেহার এখন বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে। সমগ্র বোচাগঞ্জবাসীর ভালোবাসা শেখ হাসিনার প্রতি, আমাদের শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি। আমরা সেই প্রত্যয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।'