বেরোবির সাংবাদিকতা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধানের নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বেরোবি ট্রেজারার অধ্যাপক ডক্টর মজিব উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য কর্মকর্তারা হলেন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী। তদন্ত প্রতিবেদন ৭ কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়েছে। অফিস আদেশ সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের পত্রের সঙ্গে সংযুক্ত গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রভাষক পদে নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় উচ্চ আদালতের অ্যাডভোকেট মাহমুদুল হক একটি রীট করেন। জারিকৃত রুল ও আদেশ অনুয়ায়ী দফাওয়ারী বেরোবি থেকে লিখিত বক্তব্য চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পত্র পাঠায়। তথ্য অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়।