বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পীরগঞ্জে হাফিজ উদ্দিন এমপিকে গণ সংবর্ধনা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পীরগঞ্জে হাফিজ উদ্দিন এমপিকে গণ সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা -যাযাদি

সরকারি হিসাবসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে হাফিজ উদ্দিনের পীরগঞ্জ বাণিজ্যিক কার্যালয়ের চাতাল প্রাঙ্গণে এ গণসংবর্ধনা দেওয়া হয়। উপজলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর বদরুল হুদা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু তাহের, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সংসদ সদস্যে ছেলে সাবেক ছাত্র নেতা শামসু হাবিব বিদু্যৎ, উপজেলা জাতীয় পর্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, কাউন্সিলর কামরুজ্জামান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে