চবির কলা ও মানববিদ্যা অনুষদের নবীনবরণ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৯, ০০:০০

চবি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা আঁখি, প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, প্রয়েসর ড. আহমদ সালাউদ্দিন, ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর বকুল চন্দ্র চাকমা। এছাড়া নবীনদের উদ্দেশে অভিনন্দনপত্র পাঠ করেন উম্মেসীং মার্মা এবং নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনামিকা দাশ বৃষ্টি। অনুষ্ঠানটি পরিচলনা করেন অধ্যাপক মাছুম আহমেদ এবং প্রভাষক মিশকাতুল মমতাজ।