সৈয়দপুরে এক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে রথেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণ সামগ্রী রাখার অজুহাতে দুপুরে পাঠদান বন্ধ রাখা স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর সব শিক্ষকদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। সব শিক্ষককে এতে আগামী বুধবার ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। শোকজ পাওয়া শিক্ষকরা হলেন- প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ সুলতান, সহকারী শিক্ষক লিনা, মাহবুবার রহমান, রেজিয়া খাতুন ও সোনিয়া রিছা প্রামাণিক। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নোটিশে দুপুর ১২টায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানাতে সব শিক্ষককে ৩ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। লিখিত জবাবে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।