সরাইলে জাতীয় পুষ্টি দিবস পালিত

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পুষ্টি অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান ও ডা. আব্দুলস্নাহ আলো মোকতাদির। এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন। বক্তারা বলেন, 'সুস্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টি অর্থাৎ সুষম খাদ্যাভ্যাস করা। সঠিক পুষ্টি লাভের একমাত্র উপায় হলো একটি সুষম খাদ্যাভ্যাস। রোজ খাবারের থাল অবশ্যই যেন টাটকা সিজিনাল শাকসবজি ও ফল থাকে। ফাস্টফুড, জাংক ফুড, অতিরিক্ত তেল-মসলাজাতীয় খাবার থেকে বিরত থাকুন। শুধু রসনার তৃপ্তিতেই নয়, খাবার হয়ে উঠুক সুস্বাস্থ্যের চাবিকাঠি।'