বাসাইলে দীপ্ত হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে জিজান হাসান দীপ্ত (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছের্ যাব। সোমবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে মামলার ২ নম্বর আসামি আলমগীর হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন বাসাইল শ্মশানঘাটা এলাকার টুইনা ওরফে টুনু মিয়ার ছেলে। মামলা তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, 'সোমবার ঢাকার আশুলিয়া থেকে আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছের্ যাব। পরের্ যাব তাকে বাসাইল থানায় হস্তান্তর করেন।' এদিকে এর আগে ঘটনার মূল হোতা শাকিল আহম্মেদ ওরফে টিকটক শাকিল, অনিক মিয়া ও আসাদ মিয়াকে গ্রেপ্তার করে বাসাইল থানা পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছে। প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি জিজান হাসান দীপ্ত বাসাইল দক্ষিণপাড়া এলাকায় তার নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। পরে ঢাকার একটি হাসপাতালে ২ ফেব্রম্নয়ারি তার মৃতু্য হয়।