দেশ ও শিক্ষাকে উন্নতি করাই আমার একমাত্র লক্ষ্য

-আফজাল হোসেন এমপি

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেছেন, 'দেশ ও শিক্ষাকে উন্নতি করাই আমার একমাত্র লক্ষ্য। বাজিতপুর উপজেলায় ২৫টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় আছে। ৪২৬ জন শিক্ষক এমপিও-ননএমপিও আছে। ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটালাইজেশন ভুক্ত হয়েছে। বাদ বাকি প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।' শনিবার কিশোরগঞ্জের বাজিতপুরে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে শীতাকালীন ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুলস্নাহ্‌ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার আলী শাহ্‌ সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্‌ মো. আফজল, রেজাউল হক কাজল, সরারচর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক প্রমুখ।