ক্রীড়া জগৎকে এগিয়ে নিতে কাজ করছে সরকার

-আমির হোসেন আমু

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ঝালকাঠি প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে ক্রীড়া জগৎকে এগিয়ে নিতে সজাগ ও সচেতন। যে কারণে তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি টুর্নামেন্ট দিয়েছেন যাতে শিক্ষার্থীরা প্রথম থেকে ক্রীড়ার দিকে আকৃষ্ট হয়। শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'সরকারে পক্ষ থেকে ক্রীড়া অঙ্গনে সব ধরনের সহযোগিতা করে আসছে। যে কারেণে আজকে আমাদের দেশের ক্রীড়াবিদরা বিদেশে স্থান করে নিতে সক্ষম হয়েছেন।' প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা ছিলেন।