চট্টগ্রামের বাঁশখালীতে এক কৃষকের ৪টি রঙিন ফুলকপি ৫ হাজার টাকায় কেনেন সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি -যাযাদি
চট্টগ্রামের বাঁশখালীতে উৎপাদিত এক কৃষকের ৪টি রঙিন ফুলকপি ৫ হাজার টাকায় কিনেছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। একইসঙ্গে অন্য এক কৃষকের উৎপাদিত এক কেজি মাসরুমও ৫ হাজার টাকায় কিনে নেন তিনি।
গত শনিবার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে উপজেলার কৃষক ও স্কিম ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় কালে এমন ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন দুপুরে উপজেলা পরিষদের হল রুমে বাঁশখালীর সাংসদের সঙ্গে উপজেলার কৃষক ও স্কিম ম্যানেজারদের মতবিনিময় সভা চলছিল। এমন সময় বদিউল আলম নামে এক কৃষক তার উৎপাদিত রঙিন ৪টি ফুলকপি বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুরকে উপহার হিসেবে দিতে চান। এ সময় এমপি রঙিন ৪টি ফুলকপি ৫ হাজার টাকায় কিনে নেন। একই সময়ে আরেক উদ্যোক্তা কালীপুর এলাকার মাসরুম চাষি আবদুলস্নাহ আল নোমান তার ক্ষেতে উৎপাদিত এক কেজি মাসরুম উপহার হিসেবে দিতে চাইলে এমপি তাকেও ৫ হাজার টাকা উপহার দিয়ে তার মাসরুম কিনে নেন।