শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

হাটহাজারীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত যুবক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাটহাজারীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত যুবক

হাটহাজারীতে ভোররাতে নিজ এলাকাতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধৃত হয়ে গণপিটুনিতে আসাদুজ্জামান রাহাত (২২) নামে এক পেশাদার চোরের মৃতু্য হয়েছে। শনিবার পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ নুর মসজিদ এলাকায় মাওলানা হাবিবুলস্নাহর বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত একই ওয়ার্ডের আলীপুর গ্রামের বদুচৌধুরী বাড়ির সালামত উলস্নাহ টিপুর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে চুরি করতে গেলে জনগণের হাতে ধরা পরে। এসময় উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণপিটুনির স্বীকার একজনকে সকালে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে আনার আগেই তার মৃতু্য হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত একজন পেশাদার চোর ছিল। একাধিকবার তাকে চুরির মামলায় আটক করা হয়েছিল। শনিবার সকালে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত নাম দিয়ে থানায় মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে