সারিয়াকান্দিতে লাল মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে বাজারজাত করতে লাল মরিচ শুকিয়ে বাছাই করছেন শ্রমিকরা -যাযাদি
বগুড়ার সারিয়াকান্দিতে এবার লাল মরিচের বাম্পার ফলন হয়েছে। উপজেলার মরিচ চাষিরা জানান, বগুড়ায় সারা বছর মরিচের চাষ হলেও অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যে মরিচ চাষ হয়ে থাকে তা শুকিয়ে বাছাই করা হয়। বছরের অন্য মাসে যে মরিচ উৎপাদন হয় তা সাধারণত কাঁচা মরিচ হিসেবে বাজারজাত হয়ে থাকে। তাই বর্তমানে ওঠা লাল মরিচে সম্ভাবনার স্বপ্ন দেখছেন সারিয়াকান্দির মরিচ চাষিরা। তাই তো এসব মরিচ শুকিয়ে বাছাই করার কাজে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা।