আড়াইহাজারে পাঁচ বছর ধরে ৫ সেচ প্রকল্প বন্ধ লিখিত অভিযোগ ও মানববন্ধন

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেচের পানির দাবিতে কৃষকদের মানববন্ধন -যাযাদি
পাঁচটি সেচ প্রকল্পের আড়াইশ' বিঘা জমির সেচ কাজ বন্ধ করে দিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার 'পূর্ব আতাদী কৃষক সমবায় সমিতি' নামে একটি সমিতির সভাপতি হুমায়ুন কবীর। এ বিষয়ে ভুক্তভোগী প্রায় দেড় শতাধিক কৃষক গণস্বাক্ষর সংগ্রহ করে গত সোমবার আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এলাকায় মানববন্ধনও করেছেন তারা। জানা গেছে, ওই গ্রামের প্রায় আড়াইশ' কৃষক মিলে প্রায় ১৫ বছর আগে উলেস্নখিত সমিতির নামে প্রায় আড়াইশ' বিঘা জমি নিয়ে ৫টি সেচ মেশিন স্থাপন করেন। সেই সেচের পানি দিয়ে বোরো চাষ করতে থাকেন তারা। কিন্তু ১০ বছর বোরো চাষ করার পর হঠাৎ করে গত পাঁচ বছর আগে সমিতির সভাপতি হুমায়ুন কবীর স্থানীয় কয়েকজনকে নিয়ে সেচ প্রকল্পগুলো বন্ধ করে দেন। তা ছাড়া এখানে কেউ নিজ উদ্যোগে সেচ মেশিন বসাতে চাইলে তাকেও তিনি হুমকি-ধামকি দিয়ে বাধা প্রদান করেন। তারা অভিযোগের অনুলিপি সহকারী কমিশনার (ভূমি), ওসি- আড়াইহাজার থানা, উপজেলা সমবায় কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, বিএডিসির উপসহকারী প্রকৌশলী, আড়াইহাজার ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন। জানতে চাইলে এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউএনও ইশতিয়াক আহাম্মেদ জানান, 'শুনেছি এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগটি আমার টেবিল পর্যন্ত পৌঁছেনি।' যোগাযোগ করা হলে বিএডিসির আড়াইহাজারের উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত সাহা বলেন, 'ইউএনও আমাকে দায়িত্ব দিলে তদন্ত করে ব্যবস্থা নেব।'