কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুই অটোরিকশা চুরমার, আহত ২

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরমার হয়ে গেছে। এ সময় ২ জন চালক গুরতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম পটিয়া চট্টগ্রাম রেল সড়কের পটিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সিএনজি চালক আমির আব্বাস (৫৫) ও মো. বেলাল (৫০)। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি রাত সাড়ে নয়টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় রেল লাইনের ওপরে রাখা সিএনজি দুটি দ্রম্নত সরাতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে। এ সময় ট্রেনের আঘাতে দুটি সিএনজি চুরমার হয়ে যায়। দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রেল লাইনের পাশে পড়ে। পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতে পটিয়া রেলস্টেশনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে।