সালাম মুর্শেদী এমপি
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে কাজ করতে হবে
প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০
রূপসা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, 'পবিত্র রমজানকে সামনে রেখে কোনো কোনো মহল যাতে কোনো ধরনের ইসু্য তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।'
বৃহস্পতিবার খুলনার রূপসায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় অফিসার্স ক্লাব মিলনায়তনে জুম করফরেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেদিকে নজর দিতে হবে।' রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুলস্নাহ যোবায়ের, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সফিকুল ইসলাম, রূপসা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী দাস, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় প্রমুখ।