বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিবকে বহিষ্কার

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন। যা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তার প্রার্থী হওয়ার কারণে উপজেলা বিএনপিতে তীব্র মতবিরোধ শুরু হয় এবং তৃণমূলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাই দলের বিশৃঙ্খলা এড়াতে ফখরুজ্জামান মতিনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ও মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।