বিকেবি'র গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময়
প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখার খোদেজা কমপেস্নক্সে বিকেবি, গাজীপুর মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক জামান শেখের সার্বিক ব্যবস্থাপনায় অফিসার নুরে আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ঢাকার মহাব্যবস্থাপক, আশরাফুজ্জামান খান।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, কালীগঞ্জ কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, পলস্নী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিভি) ইশরাত জাহান, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুব হোসেন, কালীগঞ্জ কৃষি ব্যাংকের গ্রাহক সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, মোশাররফ হোসেন, হান্নান ভূইয়া, হেলাল উদ্দিন, সাওরাইদ শাখার গ্রাহক সোলাইমান ফ্লান্জি প্রমুখ।
এ সময় কালীগঞ্জ, সাওরাইদ ও আওড়াখালী কৃষি ব্যাংকের ১২ জন গ্রাহককে এক কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।