কর বৃদ্ধি, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার দাবিতে দুই জেলায় মানববন্ধন

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের কালীগঞ্জে তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির দাবিতে 'ডরপ'র মানববন্ধন -যাযাদি
তামাকজাত পণ্যের কর উচ্চহারে বৃদ্ধি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ ও হবিগঞ্জের বাহুবল এবং শায়েস্তাগঞ্জে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বে বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ) কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ডরপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সুশীল সমাজের কামরুল ইসলাম, যুব লিডার রানা মিয়া, মাদার পার্লামেন্ট স্পিকার জান্নাতুল নাহার, ডরপের মিডিয়া অ্যান্ড এনগেজমেন্ট কো-অর্ডিনেটর সৈকত কবির শায়ক, এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ প্রমুখ। নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জের সীমান্তবর্তী বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে বুধবার বিকালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ওই বাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান বোখারী মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী মুদ্দত আলী ও তার পরিবারের সদস্যসহ আ. সালামের ওপর আত্মহত্যা ঘটনাটি ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা হত্যা মামলা দায়ের এবং গ্রেপ্তার করে কারান্তরীণ রাখার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলীসহ এলাকাবাসী। তারা স্থানীয় প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী সামছু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, ছাত্রলীগ নেতা সোমেল মিয়া, লিটন মিয়া, জালাল উদ্দিন রুয়েল, আব্দুল কাইয়ূম, ফুল মিয়া, রনি আহমেদ ও করিম মিয়া প্রমুখ।