আড়াইহাজারে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে হুইপ নজরুল ইসলাম বাবু

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু -যাযাদি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। গত রোববার বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সব কয়টি অনুষ্ঠানে যোগদান করার পর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় হুইপ বাবু বর্তমান সরকারের মাধ্যমে দেশের সব ক্ষেত্রে উত্তরোত্তর আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সদ্য সমাপ্ত আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের শিবপুর এলাকায় কৈয়া বিলের ব্রিজের নির্মাণ কাজের গুণগত মান ও ওই ব্রিজের গোড়া থেকে শিবপুর-দক্ষিণপাড়ার রাস্তার মোড় পর্যন্ত নির্মাণাধীন ড্রেনেজ ব্যবস্থার কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ প্রমুখ।