বিচার দাবিতে ফুলছড়িতে লাশ নিয়ে থানা ঘেরাও পুলিশের লাঠিচার্জ

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমিজমা নিয়ে সংঘর্ষে নুরুন্নবী মিয়া (৪০) নামক ব্যক্তি নিহত হয়েছে। পরবর্তীতে ম"তু্যর ঘটনায় লাশ নিয়ে বিচারের দাবিতে মঙ্গলবার সকালে স্বজন ও স্থানীয়রা থানা ঘেরাও করে বিােভ করেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিােভকারীদের সরিয়ে দিয়ে লাশ ছিনিয়ে নেয়। পরে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। প্রত্যদর্শীরা জানায়, ফুলছড়ি উপজেলার দণি বুড়াইল গ্রামের বাসিন্দা নুরুন্নবী মিয়ার সঙ্গে প্রতিবেশী গোলজার মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার নুরুন্নবী বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপ গোলজার মিয়া ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। এতে নুরন্নবীসহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার ম"তু্য হয়। এ ব্যাপারে ফুলছড়ি থানার ওসি রাফিকুজ্জামান বলেন, নিহতের স্বজন ও গ্রামবাসীরা লাশ নিয়ে থানায় এলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তাদের কাছ থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।