মাদারীপুরে তিন শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দিয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস। কোডেকের স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ডিসি একাডেমি, ঘটমাঝি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক রাশেদুর রেজা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, কোডেকের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস ও জেলার শাখা ব্যবস্থাপক আল-আমীন।