কুমিলস্নায় ৪৬৯ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নায় শিক্ষাবৃত্তি পেয়েছে ৪৬৯ শিক্ষার্থী। জেলার সদর দক্ষিণ উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদ্রাসার ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে 'আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন' নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার উপজেলার সুয়াগঞ্জ টিআই উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিলস্না পুলিশ সুপার আব্দুল মান্নান প্রধান অতিথি থেকে শক্ষাবৃত্তি প্রদান করেন। এতে প্রধান বক্তা ছিলেন আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান এন্ট্রাস্ট গ্রম্নপের ব্যবস্থনা পরিচালক ইঞ্জি. আক্তারুজ্জামান রিপন। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। উলেস্নখ্য, আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও সদর দক্ষিণ উপজেলার মেধাবৃত্তি প্রদানসহ নানান সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।