আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মালামাল লুটপাট

প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০০:০০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে পূর্ব শত্রম্নতার জের ধরে বসতবাড়ি ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার হাটকালুপাড়া গ্রামে। জানা যায়, ওই গ্রামের ব্যবসায়ী সাজেদুর রহমান তার ক্রয়কৃত জমিতে একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ির একটি ঘরে তারা বসবাস করতেন। এদিকে সাজেদুর রহমানের ক্রয়কৃত এ জমি নিয়ে প্রতিবেশী আব্দুস ছালাম ও তার পরিবারের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে শুক্রবার প্রতিপক্ষ ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে সাজেদুরের বাড়ি ভাঙচুর করে এবং তার ঘরে রক্ষিত ৮০ বস্তা সরিষার মধ্যে ৭৭ বস্তা সরিষা লুট করে নিয়ে যায়। যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এদিকে নিরুপায় হয়ে সাজেদুর রহমান ৯৯৯ নম্বরে ফোন করলে আত্রাই থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আত্রাই থানার ওসি জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমে তিনি কিছুই জানেন না বলে জানান। পরে আত্রাই থানার এএসআই বেলাল কীভাবে সেখানে গিয়েছেন জিজ্ঞেস করলে ৯৯৯ ফোন পেয়ে লোক পাঠানোর কথা স্বীকার করেন।