ডুমুরিয়ায় জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার সাহস জয়খালী এক ভূমিহীন পরিবারের নামে বন্দোবস্তকৃত খাস জমি দখলের পাঁয়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বুধবার ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন নমিতা রানী মন্ডল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে তিনি জানান, ডুমুরিয়া উপজেলার সাহস জয়খালী মৌজায় নদীর চর ভরাটি এক একর ১০ শতাংশ সরকারি খাস জমি বন্দোবস্ত দলিলমূলে প্রাপ্ত হন ভূমিহীন নমিতা রানী ও তার স্বামী নিরঞ্জন মন্ডল। সাহস ইউনিয়নের জয়খালী মৌজায় আরএস-৮৮ খতিয়ানে রেকর্ডপ্রাপ্ত হয়ে জমির খাজনা দাখিলা পরিশোধসহ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন তারা। গত কয়েক বছর আগে নমিতার স্বামী নিরঞ্জন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় আবু দাউদ মোড়লকে জমি বর্গা দেওয়া হয়। সম্প্রতি নমিতা ওই জমি নিজে চাষ করতে গেলে বর্গাদার বাধা হয়ে দাঁড়ায়। সাহস এলাকার আবু দাউদ মোড়ল ও ডুমুরিয়ার পারভেজ আলম নামে দুই ব্যক্তি জমি জবর দখলের চেষ্টায় মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে উলেস্নখ করা হয়।