নকলায় দাফনের ২৩ দিন পর মরদেহ উত্তোলন

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ০০:০০

নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় আদালতের নির্দেশে মৃতু্যর ২৩ দিন পর কবর থেকে মফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে উপজেলার গণপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফের উপস্থিতিতে মরদেহ তুলে তা ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে মৃতু্যর ঘটনায় নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে শেরপুর সিআর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- উপজেলার গণপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর উদ্দিনের ছেলে নূর আলম (৩২), লোকমান (২৭), মৃত আফছর আলীর ছেলে লাল মিয়া (৫০), মৃত জমসেদ আলীর ছেলে নূর উদ্দিন (৬০) ও মৃত লাল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)। নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, 'নিহতের স্ত্রী শিউলী আক্তার মামলা করেন। পরে মামলাটি রুজু করে কবর থেকে মরদেহ তোলার নির্দেশ দেওয়া হয়। তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তুলে মর্গে প্রেরণ করা হয়েছে।