নরসিংদীতে অটোচালক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ০০:০০

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা করে লাশ গুম এবং অটোরিকশা ছিনতাইর ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। এ ছাড়া ছিনতাই করা অটোরিকশাটি সংরক্ষণ করার অভিযোগে এক নারীকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। রোববার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াছ আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। নিহত বিজয় মিয়া উপজেলার চরমধুয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার বীরগাঁও এলাকার সোলাইমান মিয়ার ছেলে আলাল ওরফে বিলস্নাল (৩৫), একই এলাকার মোছলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), বলস্নবপুর এলাকার ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) এবং বীরগাঁও এলাকার আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)। সাজাপ্রাপ্তরা সবাই জেলহাজতে আছেন। আদালত ১৫ কার্যদিবসে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের প্রেক্ষিতে এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, দ্রম্নতসময়ে এমন চাঞ্চল্যকর এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।