তাহিরপুরে শিলাবৃষ্টিতে রবিশস্য ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সোমবার মধ্যরাতে ঝড়ো বাতাসের সঙ্গে ১০ মিনিট স্থায়ী শিলা বৃষ্টিতে বোরো ফসল ও রবি শস্যের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে। একাধিক কৃষকরা জানিয়েছেন শিলা বৃষ্টিতে বোরো ধানের পাশাপাশি আম, লিচু, কাঁঠাল, লটকনের মুকুলসহ টমেটো, তরমুজ, মরিচ, শসা বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাহিরপুর গ্রামের শসা চাষি হাবিব মিয়া বলেন, তিনি এবার এক একর জমিতে শসা চাষ করেছেন। গাছে ফল দেয়ার সময় সোমবার মধ্য রাতের শিলাবৃষ্টি ও ঝড়ে জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ভাটির তাহিরপুর গ্রামের কৃষক তুহিন মিয়া বলেন, শনি ও মাটিয়ান হাওরে শিলা বৃষ্টিতে বোর ফসলের ক্ষতি হয়েছে। ধানের পাতা বা শীষ সবুজ থাকার কারণে তা এখন দৃশ্যমান না হলেও আগামাী দু'তিন দিন পর শিলাবৃষ্টিরর ক্ষতি হাওড়ের জমিতে দৃশ্যমান হবে। \হতাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা বলেন, সোমবার মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।