প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন -সিরাজুল ইসলাম এমপি

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মোলস্না বলেছেন, বীরমুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাদের জন্য রাষ্ট্রীয় ভাতাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, ওসি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান।