অপহরণের ২১ দিন পর শিশুকে উদ্ধার করল পুলিশ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের হ্নীলায় মাদ্রাসা ছাত্র শিশু সোয়াদ বিন আব্দুলস্নাহ (৬) অপহরণের ২১ দিনের মাথায় কুমিলস্না থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছ ছোয়াদকে। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের মোট ১৭ সদস্যকে পর্যায়ক্রমে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টেকনাফ মডেল থানা পুলিশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম জানান, 'দীর্ঘ ২১ দিন টেকনাফ, কক্সবাজার ও কুমিলস্না জেলার বিভিন্ন স্থানে নির্ঘুম রাত জেগে গোয়েন্দা তৎপরতার মাধ্যে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। এই অভিযানে অপহরণ চক্রের মাস্টার মাইন্ড সাদেক শাহিন, নাগু ডাকাত, হোসনে আরাসহ চক্রের মোট ১৭ জন নারী-পুরুষ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে শিশু সোয়াদকে অক্ষত অবস্থায় উদ্ধারসহ তার মুক্তিপণের জন্য দেওয়া চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।