রাউজানের রমজানে স্বল্পমূল্যে মাংস-দুধ-ডিম বিক্রি

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র রমজান মাসের শুরু থেকে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় কম দামে মাংস, ডিম, দুধ বিক্রির কর্মসূচি চলছে। উপজেলার চৌদ্দ ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে এই কর্মসূচির অধীনে ভোক্তা পাচ্ছেন প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ডিম এক ডজন ১০০ টাকা দুধ ৭০ ও পিঁয়াজ ৫০ টাকা। জানা যায়, যেসব এলাকায় মুসলমানদের তুলনায় অন্য ধর্মের লোক বেশি সেসব এলাকায় গরুর মাংসের পাশাপাশি ছাগলের মাংস, মাছ, মুরগিও সুলভ মূল্যে দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সার্জন ডা. জৈয়তা বসু বলেছেন, রমজানের শুরু থেকে এখন পর্যন্ত সাড়ে পাঁচ টন মাংস উপজেলার বিভিন্ন স্থানের ভোক্তাদের কম মূল্যে দেওয়া হয়েছে। এই কর্মসূচি রমজানের শেষ পর্যন্ত চালু রাখা হবে।'