মোলস্নাহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে স্কুলগামী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণচেষ্টার বিচার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় হিন্দু সম্প্র্রদায়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকসহ বিভিন্ন শে্িরণপেশার সহস্রাধিক নারী-পুরুষের সমন্বয়ে উপজেলার চাউলটুরী স্কুলের সামনে জয়ডিহি-কচুড়িয়া সড়কে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বরেন্দ্র নাথ হালদার, বাবুল পোদ্দার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাদল, যুবলীগ নেতা কালু ও ইউপি সদস্য মনিন্দ্রসহ শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা বলেন, 'গত ১৮ মার্চ সকালে কোচিং থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে উপজেলার চাউলটুরী এলাকার রসুল শেখের ছেলে নাঈম শেখ। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না। এতে এলাকার অসংখ্য শিশু শিক্ষার্থী ভীতসন্ত্রস্ত হয়ে স্কুলসহ কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।