পার্বতীপুরে কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার উপজেলার পার্টনার প্রোগ্রামের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন, এডাবস্নম্নডি প্রযুক্তির প্রদর্শনী, সুগন্ধি ধান ব্রিধান ১০৪-এর প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন খামারবাড়ি ঢাকার পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হামিদুর রহমান, ডিএই উপ-পরিচালক নূরুজ্জামান, জেলা প্রশিক্ষণ অফিসার জাফর ইকবাল, প্রকল্প পরিচালক আবু রেজা আসাদুজ্জামান, সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইনসহ আরও অনেকে। উপজেলা কৃষি অফিসার রাজীব হুসাইন জানান, দিনাজপুরের উদ্বৃত্ত খাদ্যভান্ডার পার্বতীপুর উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয় ধান। এ ছাড়া ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ হয়ে থাকে। চলতি ভুট্টা মৌসুমে এই উপজেলায় ৫ হাজার ৪৭০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে।'