তিন মণ ধানে ১ কেজি ইলিশ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর ধামইরহাট উপজেলায় বৈশাখ মাস সামনে রেখে তিন মণ ধানের দামে বিভিন্ন হাটবাজারে এখন ১ কেজি ওজনের একটি রুপালি ইলিশ কিনতে দেখা গেছে অনেকের মাঝে। পৌর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি ইলিশ ১৮শ থেকে এলাকা ভিত্তিতে ২২শ' টাকা দরে বিক্রি হচ্ছে। বৈশাখ মাসে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ না থাকলে যেন পহেলা বৈশাখের ঐতিহ্য থাকবে না, এমনটাই মনে করছেন অনেকেই। ধামইরহাটে বর্তমানে প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬শ টাকা থেকে ৭শ টাকায়। শনিবারে পৌর কাঁচাবাজারে আসা কৃষক ইসমাইলকে লক্ষ্য করে ইলিশ বিক্রেতা হাঁক দিলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন মণ ধান বিক্রি করে বৈশাখ মাসে ১ কেজি ইলিশ খাবার ইচ্ছে তার নেই। তাই পহেলা বৈশাখ বলে তার মতো কৃষকের আনন্দ নেই।