নদী রক্ষায় উচ্ছেদ করা হবে সব স্থাপনা :মজিবর

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবর রহামান হাওলাদার বলেছেন, নদ-নদী সুরক্ষা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে নদী পাড়ের সব স্থাপনা উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সুপরিকল্পিতভাবে নদী ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে আনতে হবে। শনিবার দুপুরে রাজৈরের নদ-নদীর সমস্যা ও সমাধান, উন্নয়ন, সংরক্ষণ বিষয়াদি নিয়ে নদী রক্ষা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব মিয়া, কৃষি কর্মকর্তা ফরহাদুল মেরাজ, মৎস্য কর্মকর্তা মানিক মলিস্নক, প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।