দুধর্ষর্ ডাকাতি

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামে একজন সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষর্ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বিপুল পরিমাণ স্বণার্ংকার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। বুধবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। বাড়ির মালিক কচুবাড়িয়া গ্রামের মৃত শুশীল কুমার দোর ছেলে মেঘনাথ দো জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নিচতলার একটি কক্ষে বেঁধে রাখে। এরপর ডাকাতদল দ্বিতীয় তলার তিনটি রুম এবং নিচ তলার তিনটি রুম তছনছ করে ৭০ হাজার টাকা, ১৫ ভরি স্বণর্ ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচাজর্ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি লোহাগড়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।