রাজস্থলীতে দুইজন ইউপি সদস্য ৯ দিন ধরে নিখোঁজ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঙ্গালহালিয়ায় গত নয় দিন ধরে স্থানীয় দু'জন জনপ্রতিনিধি রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে; তবে স্বজনদের দাবি তাদের জেএসএস কর্তৃক অপহরণ করা হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। নিখোঁজ দু'জনের একজন রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমা (৩৪) ও অপরজন ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা (৩৬)। নিখোঁজদের মধ্যে ক্যাচিংহ্লা মারমা'র স্ত্রী বাঙ্গালহালিয়াস্থ চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি এবং তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। এদিকে ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমার পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৭ এপ্রিল সকালে বাঙ্গালহালিয়া বাজারে এসে দুই মেম্বার এক সঙ্গেই নিখোঁজ হয়। এই ঘটনার পর থেকেই তাদের খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো খবর পায়নি পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহৃত দু'জনকেই উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন জেএসএস'এর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এই হুমকির কারণেই ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা প্রাণভয়ে আগাপাড়া না থেকে বাঙ্গালহালিয়া বাজারে তালুকদার মার্কেটের তিন তলায় সপরিবারে বসবাস করতেন। এভাবে তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। নিখোঁজে'র দিন তারা দুইজন একসঙ্গে বাজারে আসেন। তারপর থেকে তারা অদ্যবধি নিখোঁজ রয়েছে। তাদের মোবাইল ফোন বন্ধ ও তাদের সঙ্গে কোনো প্রকারের যোগাযোগ করা যাচ্ছে না। এ বিষয়ে নিখোঁজের পরিবার ক্যাচিংহ্লা মারমা এর স্ত্রী চন্দ্রঘোনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, নিখোঁজদের সর্বশেষ অবস্থান বান্দরবানে তারা জানতে পেরেছেন।