শ্রীমঙ্গল থেকে দুটি সাপ উদ্ধার

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে দুইটি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার বিকালে উপজেলার ইছবপুর গ্রাম থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। সজল দেব জানান, খবর পেয়ে ইছবপুর গ্রামের শহিদ মুক্তিযোদ্ধা আশুতোষ রোডের জিতেন্দ্র দেবের বাড়ি থেকে বিশাল এ অজগর সাপটি ধরা হয়। অপরদিকে গত ১২ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রাম থেকে একটি বিষধর শঙ্খনি সাপ উদ্ধার করা হয়। সাপটি পাত্রিকুল গ্রামের কুতুব মিয়ার বাড়িতে একটি বসতঘরে ঢুকে পড়ে। খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন গিয়ে উদ্ধার করে।