গোবিন্দগঞ্জে অটোরিকসা চালক হত্যাকান্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালক হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ কর্মসূচি -যাযাদি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিক্সা চালক দুলা মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন শেষে বুধবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটামোড়ে বেড়িকেট দিয়ে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন নিহত দুলার স্ত্রী আসমা বেগম, ছেলে আরিফ হোসেন, বড় ভাই সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মোতিন মোলস্না, ইউপি সদস্য তুষার মিয়া, এলাকাবাসীর পক্ষে আব্দুল হালিম, ওয়েজ কুরানি, স্বপন মিয়া, আলমগীর হোসেন, পলস্নী চিকিৎসক এমরান সরকার প্রমুখ। খবর পেয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, ওসি শামসুল আলম শাহ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেপ্তার, কাটামোড়ে সিসি ক্যামেরা আওতায় এনে পুলিশবক্স স্থাপনসহ তাদের বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে গত ১৪ এপ্রিল রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের অটোরিক্সাচালক দুলা মিয়াকে একই ইউনিয়নের সিন্টাজুড়ি নামক স্থানে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।