রুটি না পেয়ে কর্মচারীকে পেটালেন ভাইস চেয়ারম্যান

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
পাউরুটি না পেয়ে ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে এক কর্মচারীকে চড়-থাপ্পড় ও হুমকি দিয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী। রোববার রাতে হাইমচরের আলগী বাজারের রসবিলাস মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। জানা গেছে, পাউরুটি দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে রসবিলাস মিষ্টির দোকানে প্রবেশ করেন জাহাঙ্গীর হোসেন। পরে দোকানের কর্মচারী আজগরকে হুমকি-ধামকি দেন। একপর্যায়ে চেয়ারম্যান ও তার এক কর্মী আজগরকে থাপ্পড় মারতে থাকে। আজগর যাতে আইনের আশ্রয় না নেয় সে জন্য তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী কর্মচারী আজগর বলেন, শামীম নামের এক লোক ফোনে ৫০ পিস পাউরুটির অর্ডার দিতে চায়। পরে ঈদের বন্ধের কারণে পাউরুটি দেওয়া যাবে না বলে জানাই। এ নিয়ে শামীমের হয়ে জাহাঙ্গীর এসে দোকানে ঢুকে আমাকে থাপ্পড় দিতে থাকে। এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী ও শামীমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কারোর বক্তব্যই পাওয়া যায়নি। হাইমচর থানার ওসি ইয়াছিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।