নলডাঙ্গা উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন স্বামী-স্ত্রী

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আগামী ৮ মে অনুষ্ঠেয় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তৌহিদুর রহমান লিটন। এ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার। বুধবার এ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে স্বামী ও স্ত্রীর দু'জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুর রহমান লিটন বলেন, 'আমি ভোটের মাঠে থাকব। আমার স্ত্রী শিরিন আক্তার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করবে।' মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিন আক্তার বলেন, 'আমার স্বামী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিব। আমার স্বামীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী করার ইচ্ছা আছে।'