গাজীপুরে কারখানায় বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃতু্য

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি ব্যাটারি কারখানায় বিস্ফোরণে পিউ শুকি (৫২) নামের এক চীনা প্রকৌশলীর মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিংয়ে চীনের মালিকানাধীন 'টং রুই দ্যা ইন্ডাস্ট্রিজে' এ দুর্ঘটনা ঘটে বলে কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান। আহতরা হলেন- অমল ঘোষ (৩২), দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, আমিনুর রহমান, ডালিম আহমেদ ও রাজু। এর মধ্যে গুরুতর দগ্ধ আমল ঘোষকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অন্যদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। পরিদর্শক মহিউদ্দিন বলেন, ঈদের ছুটির পর মঙ্গলবার কারখানাটি খোলা হয়। সন্ধ্যার পর শ্রমিকরা কারখানার বয়লার চালু করতে যান। কিন্তু বয়লারটি চালু হচ্ছিল না। তখন চীনা প্রকৌশলী সেটি মেরামত করতে যান। তখন বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকান্ড ঘটে। নিহত চীনা প্রকৌশলীর মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাজীপুরের উপ-সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে কাশিমপুরের সারাবো স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।