লংগদুতে বজ্রপাতে শিক্ষার্থী নিহত আহত-৩

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা সিদ্দিকা নামে এক শিশু শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকায় ঝড়বৃষ্টির সময় ঘরে বজ্রপাত পড়লে শিহাব মিয়ার মেয়ে আয়েশা সিদ্দিকা (১১) বজ্রপাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃত আয়েশা সিদ্দিকার মা তাজেনুর বেগম (২৭), জয়নাল খাঁর স্ত্রী হাজেরা বেগম (৭০) এবং মো. ইউসুফ আলীর মেয়ে মোছা. জেসমিন (১৩)। সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একই দিনে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিমবস্নক এলাকায় বজ্রপাতে ১টি অস্ট্রেলিয়ান গরু মারা গেছে বলে জানা গেছে। জানা গেছে, আয়েশা ময়মনসিংহ জেলা থেকে তার মামার বাড়িতে বেড়াতে আসে। তার মামা ফসিল ক্ষেতের অস্থায়ী ঝুপড়ি ঘরে থাকতেন এবং ওখানেই এ ঘটনা ঘটে। লংগদু থানা পুলিশ জানায়, 'বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনানুসারে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।'