জরিমানা পরিশোধ করে অবরোধ তুলে নিল পটুয়াখালীর বাস মালিক-শ্রমিকরা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

পটুয়াখালী প্রতিনিধি
ঢাকা-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিট থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত এ অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে পটুয়াখালী বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে ধারণক্ষমতার অধিক যাত্রী পরিবহণ করায় মোবাইল কোর্টে জরিমানার প্রতিবাদে সড়কে বাস অড়াআড়ি করে রেখে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনায় বিষয়টি সমাধান হয়। এ সময় জরিমানার অর্থ পরিশোধ করেন বাস মালিক। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জসিব বলেন, 'কিছু সময় বাস চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।'