ডোমারে জমি নিয়ে দ্বন্দ্বে মা-ছেলে আহত

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জমি নিয়ে দ্বন্দ্বে মা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী হাজীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত নুর নেহার বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ঘটনার দিন সকালে মৃত আব্দুর রউফের বাড়ির সামনে তার নিজ জমিতে তার অপর দুই ভাই আব্দুল মান্নান, আব্দুল জলিল ও আব্দুল মান্নানের ছেলে বাবু অবৈধভাবে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় মৃত আব্দুর রউফের স্ত্রী নুর নেহার (৬৫) এবং ছেলে ওমর ফারুক (২৪) বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয়ে বেদম মারপিট করে। এ ঘটনায় এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। এ বিষয়ে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা জানান, 'আমি সরেজমিন তদন্ত করেছি। বিষয়টি নিয়ে কয়েকবার আব্দুল মান্নান এবং আব্দুল জলিলকে মীমাংসার জন্য ডেকেছি তারা আসেনি।'