ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃতু্য

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুদের সঙ্গে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে এক প্রবাসী শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরববাজার লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম আল ইসলাম (৩০) ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আলাউদ্দিনের ছেলে। দেড় বছর আগে স্কলারশিপ নিয়ে জার্মানি যায় পড়াশোনার জন্য। ঈদের আগে সে ছুটিতে বাড়ি আসে। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিট উদ্ধার কার্যক্রম শেষে মুমূর্ষু অবস্থায় আল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের ৪০ মিনিট পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।'