বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটির এয়ার অধিনায়কসহ সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশ নেয়। আইএসপিআর