মানবপাচার মামলার আসামির হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে মানবপাচার মামলার আসামির হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন পাঁচ কৃষক। বুধবার রাতে ধুনট মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চান্দিয়ার গ্রামের কৃষক আজম আলী (৬৫), বেলকুচি গ্রামের গোলাম মওলা (৬৫), আব্দুর রাজ্জাক (৩৮), নুরুল ইসলাম (৫০) ও হায়দার আলী (৬৫)। সংবাদ সম্মেলনে তারা বলেন, ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত আশাদুল ইসলামের মেয়ে আয়শা খাতুন (১৬) নানী আছিয়া বেগমের সঙ্গে বসবাস করে। আয়শা গর্ভবর্তী হলে গত বছরের ২৮ নভেম্বর তার প্রতিবেশী নানা রফিকুল ইসলাম শাহীন (৫০) তাকে শেরপুর উপজেলার মাহবুব ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে কিছু কাগজে স্বাক্ষর নিয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সহযোগিতায় সদ্য ভূামিষ্ঠ শিশুটিকে এক লাখ টাকায় বিক্রি করে দেন রফিকুল ইসলাম শাহীন। এ ঘটনায় আয়শা বাদি হয়ে রফিকুল ইসলাম শাহীনসহ চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন। তারা আরও বলেন, 'মামলা দায়েরের পর টিভি সাংবাদিকরা গ্রামে এসে আমাদের সাক্ষাৎকার নেন এবং টিভিতে প্রচার করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে মানবপাচার মামলার আসামি রফিকুল ইসলাম শাহীন আমাদের হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।'